জাহিদ আলী নাটোর প্রতিনিধি.

সাংবাদিক নাজমুল হাসান নাহিদ(২২)। জাতীয় দৈনিক খোলা কাগজ ও দৈনিক সকালের সময় পত্রিকায় গুরুাদাসপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। বয়সে তরুন-বুদ্ধিশীল। কাঁধে ক্যামেরা আর মোটর বাইক নিয়ে ছুটে চলেছেন সংবাদের খোঁজে। তৃনমুলের সুবিধাবঞ্চিত মানুষের খবর তুলে ধরাই ছিল তার কাজ। সৎ,বিনয়ী আর মিশুক প্রকৃতির মানুষ হওয়ায় সর্ব মহলে তিনি হয়ে উঠেন প্রিয়পাত্র।

১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করে মোটরসাইকেলে ফেরার পথে উপজেলা পরিষদের সামনের সড়কে দুর্ঘটনার শিকার হন নাজমুল ও স্থানীয় আর একজন সাংবাদিক। ব্যাটারিচালিত একটি বেপোরোয়া অটো ভ্যান নাজমুলের মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। পাকাঁ সড়কে ছিটকে পরে নাজমুলের ডান পা ভেঙ্গে গুড়িয়ে যায়। দুমরে মুচড়ে ভেঙ্গে যায় নাজমুলের ক্যামেরা ও বাইক। পরে তাদের প্রাথমিক অবস্থায় স্থানীয় উপজেলা মেডিকেলে নিয়ে গেলে নাজমুলকে জরুরী ভাবে রাজশাহী মেডিকেল কলেজে হস্তান্তর করা হয় ও অপর সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
৬দিন মেডিকেলে চিকিৎসাধিন থাকার পর তাকে বাড়িতে পাঠানো হয় ব্যান্ডিস করে। ১৫দিন পরে যখন নাজমুল আবার মেডিকেলে যায় এক্সরে রিপোর্ট আগের চেয়ে খারাপ দেখায়। আবার নতুন করে প্লাস্টার করে দেয় ১৫দিনের জন্য কিন্তু সেটাতেউ কাজ হয়নি আবার এক্সরে রিপোর্ট আগের চেয়ে বেশি খারাপ দেখায়। ডাক্তার বলেছেন প্লাস্টারে আর জোড়া লাগবে না এবার জরুরী ভাবে তাকে অপারেশন করতে হবে নইলে সমস্যা দিন দিন বেশি হবে। তাই সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক নাজমুল হাসান নাহিদ। নাজমুল বলেন,মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার মত এরকম দুর্ঘটনায় যেন কেউ না পারে। ১মাস যাবৎ পরে আছি বিছানায় আশায় ছিলাম প্লাস্টারে সেরে যাবে কিন্তু তা আর হলনা। অপারেশন লাগবেই। রাত্রে ঘুমাইতে পারিনা। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন খুব তারাতারি সুস্থ হয়ে ফিরে আসতে পারি আপনাদের মাঝে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন