মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : সকল মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বপ্নের ঠিকানা রিসোর্ট ও আর কে প্রোডাকশন এর চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাশেদ। আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিনে তিনি এই শুভেচ্ছা জানান । তিনি বলেন, বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এবছর পবিত্র ঈদুল ফিতর একটু ভিন্নভাবে পালন হচ্ছে।
করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। আমাদের সকলকে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি। এবং সকল প্রকার বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, এই করুণা ভাইরাসের সময় আপনি আমি বেঁচে থাকবো কিনা জানি না, তবে আপনার সামান্য কিছু অর্থের আপনার আশেপাশের মানুষগুলো হয়তো কিছুদিন খেয়ে পরে বাঁচতে পারবে।আসুন আমরা মন থেকে মানুষের পাশে দাঁড়াই মানুষের সেবা করি। আল্লাহ বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও তবে আমার মাখলুকাতের সেবা করো। সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টাকে লাভ করা যায়।