মারুফ সরকার ,ঢাকা : সকল মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক পথের আলো সংগঠন ও কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সাইফুল। আজ বৃহস্প্রতিবার তিনি এই শুভেচ্ছা জানান । তিনি বলেন, বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এবছর পবিত্র ঈদুল ফিতর একটু ভিন্নভাবে পালন হচ্ছে।
করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। আমাদের সকলকে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের প্রতি লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি।