ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘সাবধানে চালাবো গাড়ি,নিরাপদে ফিরবো বাড়ী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামুলক প্রচারণা চালিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ।
শনিবার দুপুরে ফুলবাড়ী থানার আয়োজনে ও ট্রাফিক বিভাগ কুড়িগ্রাম জেলা পুলিশের প্রচারে ফুলবাড়ী বাজারের পোদ্দার মার্কেট হতে একটি সচেতনতামুলক র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী বাজারের থানা রোডে এসে শেষ হয়।
এসময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়, এসআই এনামুল, এসআই মোস্তফাসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।