মমিনুল ইসলাম বাবু,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মাত্র ১৮ বছর বয়সে সদ্য বিবাহিতা হাসনা হেনা পৃথিবী থেকে বিদায় নিতে চায় না।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার, হোকডাঙ্গা দালাল পাড়ার হতদরিদ্র আহাসেন মিয়ার ১৮ বছরের মেয়ের পিত্তথলির অপারেশন এর জন্য আর্থিক সহায়তা চেয়ে সমাজের বিত্তবানের কাছে সাহায্য কামনা করেছেন।
আহাসেন মিয়া দারিদ্র্যতার সাথে জীবন যাপন করে আসছেন। কখনও রিক্সা চালিয়ে, পরের জমিতে দিনমজুর কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। অনেক কষ্টে সারাজীবনের সঞ্চয় করা প্রায় ৬০ হাজার টাকা ইতিমধ্যেই মেয়ের চিকিৎসার জন্য ব্যায় করেছেন কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় কিছুদিন আগে মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে টাকার অভাবে অপারেশন করাতে ব্যার্থ হন।
মেয়েটির স্বামী এবং শশুরের এতোটুকু সামথর্য নেই যে অপারেশন নিজের খরচে করাতে পারবে। টাকার অভাবে হাসনা হেনাকে কোন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করাতে না পেরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করিয়েছেন।
মেয়েটি এখন মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারী বিভাগের ১৬ নম্বর মহিলা ওয়ার্ডে রয়েছে। তার অপারেশনের টাকা যোগার করতে না পেরে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন দরিদ্র পিতা।
সার্বক্ষনিক যোগাযোগ : আব্দুলাহ আল মামুন মোবাইল নম্বর-০১৭৮৭৯১০১০৩ ( বিকাশ ও রকেট নম্বর-০১৩০৩২৫৫২৪৯)