মো: নাজমুল হুদা মানিক ॥ “মানবতার র্স্পশে, দুর হোক অন্ধকার” সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন এর এই মুলমন্ত্রকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যায় ব্যাক্ত করেছেন কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার খন্দকার নিশাত জারকা। সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো: এখলাস হোসেন ও সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম ফরহাদ ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার খন্দকার নিশাত জারকা কে সম্মানিত উপদেষ্ঠা হিসাবে সম্মতি জ্ঞাপনের অনুরোধ জানিয়েছেন। ডা: জারকা মানবিক স্বেচ্ছাসেবী এই সংগঠনে সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যাক্ত করেছেন। “মানবতার র্স্পশে, দুর হোক অন্ধকার” এই শ্লোগানকে ধারন করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ২০১৪ সাল থেকে দেশের সার্বিক আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন এর কর্মসুচীতে রয়েছে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাদান, সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন, প্রাকৃতিক ও মানবিক বিপর্যয় উত্তরনে কার্যকরী কর্মসুচী, পরিবেশ সংরক্ষন, স্বেচ্ছায় রক্তদান ও অ্যাপস, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের জন্য “হেল্প ডেক্স” কর্মসুচী, মানবতার মুখপাত্র অনলাইন নিউজ পোর্টাল বিডি ভয়েজ ২৪.কম, জনসচেতনতা মুলক কার্যক্রম, দক্ষ, মানবিক দেশ প্রেমিক ও সামাজিক নেতৃত্ব তৈরী, ফ্রি মেডিকেল সেবা, সেভ দ্যা ফিউচার পাঠাগার, ফ্রি আইনি সেবা, কর্মসংস্থান তৈরী সহ বিভিন্ন মানবিক সমাজ উন্নয়ন কাজ।