ঝালকাঠি প্রতিনিধি ঃ
ঝালকাঠিতে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক এস এম রফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা ও সাংবাদিক বিমানের বিরুদ্ধে মিথা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক সমাজ।বৃহষ্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাকের কার্যালয়ের সামনে ঝালকাঠি’র সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রিয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর,বিএমএসএফ ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু,রিপোটার্স ইউনিটির সভাপতি এইচ এম বাদল,সাধারন সম্পাদক এস এম রাজ্জাক পিন্টু। বক্তারা অভিলম্বে সম্পাদক ও প্রকাশক রফিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার সাপেক্ষে শাস্তির পাশাপাশি ইমান হোসেন বিমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন শতকন্ঠ পত্রিকার স্টাফ রিপোটার আতিকুর রহমান, মোহনা টেলিভিশন ও আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি রুহুল আমিন রুবেল, দৈনিক শাহনামা প্রতিনিধি মো.দেলোয়ার হোসেন,দৈনিক সকালের বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তাফিজ সোহাগ, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক ও বরিশাল এক্সপ্রেস অনলাইন নিউজ পোর্টাল এর সহ-সম্পাদক রিয়াজ মোর্শেদ, দৈনিক ভোরের সময় ও আমাদের বরিশাল’র জেলা প্রতিনিধি বশির আহম্মেদ খলিফা, সাংবাদিক কামরুল হাসান মুরাদ, মিরাজ হোসেন, আদনান হোসেন, মিথ্যা মামলার স্বীকার ইমান হোসেন বিমান ও নুরুজ্জামান প্রমুখ।