রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মেহেদী হাসান (শুভ) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের জরাজীর্ণ ও পরিত্যক্ত ছাত্র হোস্টেল টি সংস্থার ও মেরামত সহ আধুনিক ভাবে তৈরী ও পুনরায় চালুর জন্য বিগত ২০/০৭/২০২৩ ইং তারিখে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে রিপ্রেজেনটেশন প্রেরণ করেন। কিন্তু, ছাত্র হোস্টেলের কাজ শুরু না করায় আইনজীবি মেহেদী হাসান (শুভ) এর পক্ষে আইনজীবি হুমায়ুন কবির সরকার ২৭/০৭/২০২৩ ইং তারিখে জাস্টিস ডিমান্ড নোটিশ প্রেরণ করেন। সহযোগী আইনজীবী এরশাদ উল্লাহ জানান যে, জরাজীর্ণ ও পরিত্যক্ত সরকারি ছাত্র হোস্টেল চালুর জন্য কাজ দ্রুত শুরু না করা হলে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ছাত্র হোস্টেলটি চালুর জন্য রীট দায়ের করে শুনানি করা হবে।
প্রসঙ্গত,বিদ্যালয় এর ৯০% শিক্ষার্থী গরীব ও অসহায় এবং দূর থেকে আশা, বাসা ভাড়া বেশি হওয়ায় অভিভাবকদের খরচ চালানো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই অভিভাবক ও শিক্ষকদের দাবি ছাত্রাবাসটি চালু হলে অনেক মেধাবীও গরিব শিক্ষার্থীদের সুবিধা হবে বলে জানান।
সরকারি হোস্টেলটি চালু করার জন্য বিভিন্ন দপ্তরে বলা হলেও এখনো কোনো সাড়া না পাওয়ায় অভিভাবক মহল হতাশ হয়েছেন।