এইচ,এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ কার্যক্রমের আওতায় ঝিনাইদহের শৈলকুপায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনি। সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। এসময় শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসাসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্যের মাধ্যমে সরকারের বিভিন্ন সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে বিষদ আলোচনা করা হয়।
এরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকুসহ সকল ইউনিয়ন চেয়ারম্যান এবং সরকারী বে-সরকারী সকল প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। আগামী ৬ সেপ্টেম্বর এ খেলার উদ্বোধণ ঘোষনা করবেন এমপি আব্দুল হাই।