আল আমিন হাসান ,সরিষাবাড়ী
জামালপুর সরিষাবাড়ীতে সংবাদপত্র এজেন্ট ও বিক্রয়কর্মীরা পেলো দেশের শীর্ষস্থানীয় দৈনিক ভোরের কাগজ এর উপহারের কম্বল। মঙ্গলবার সকালে সরিষাবাড়ী প্রেসক্লাব হল রুমে শীত উপলক্ষে ভোরের কাগজ এর উপহার হিসেবে তাদের হাতে কম্বল তুলে দেন ভোরের কাগজ এর প্রতিনিধি ও সরিষাবাড়ী প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক মোস্তাক আহমেদ মনির।
এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফিরোজ, কার্যনির্বাহী সদস্য জহুরুল ইসলাম ঠান্ডু, সাংবাদিক মাসুদ রানা বাংলাদেশ সমাচার প্রতিনিধি প্রমুখ।
এ সময় সিনিয়র সংবাদপত্র এজেন্ট গোপাল চন্দ্র সাহা বলেন, আমরা শীতে বা কোন দূর্যোগের সময় পত্রিকা অফিস থেকে কোন প্রকার সুযোগ-সুবিধা পাই না। কোন পত্রিকা অফিস কখনো আমাদের খোজ খবর নেয় নাই । সাংবাদিক মনিরের সহায়তায় ও ভোরের কাগজ এর পক্ষ থেকে গত বছরও আমরা শীতে কম্বল উপহার পেয়েছিলাম আর এবারও কম্বল উপহার পেলাম। এতে আমরা অনেক খুশি ও ভোরের কাগজ পত্রিকাকে ধন্যবাদ জানাই ।