নিজস্ব প্রতিবেদক :

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক গণকণ্ঠের স্টাফ রিপোর্টার, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ভোরের আভার সম্পাদক রেজাউল করিম এর শ্বশুর আফতাব প্রামাণিক মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৫) বছর।

৩ মার্চ (রোববার) ভোর ৪ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।তিনি দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন।

মৃত আফতাব প্রামাণিকের বাড়ি বগুড়া সদর উপজেলার কালিতলা কাটনারপাড়া গ্রামে।কর্মজীবনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

পরিবার সুত্রে জানা গেছে,মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে-দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।রোববার বাদ আছর কালিতলা মদিনা মসজিদে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

এদিকে,তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দ।

গণমাধ্যমে প্রেরিত এক শোক বিবৃতিতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ আফতাব প্রামাণিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *