বরগুনা জেলা সংবাদদাতাঃ
সংবাদ প্রকাশের জেরে জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টিভি ও বাংলানিউজের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন। রবিবার সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান টিটু। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ হোসেন,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সফিকুল ইসলাম স্বপন, জেলা প্রেসক্লাবের সভাপতি তালুকদার মোঃ মাসুদ, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ইরান, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোকনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। এসময় বক্তারা সন্ত্রাসী বাবুসহ সকল আসাামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *