জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছে। সে উপজেলার রামভদ্রপুর গ্রামের আব্দুল মান্নান এর ছেলে। থানার এসআই আব্দুল বাকী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার ১৫টা ১৫ঘটিকায় আসামীর বসত বাড়ীর উঠান থেকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩হাজার টাকার মূল্যর ১৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় কলারোয়া থানার এসআই আব্দুল বাকী বাদী হয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজের হেফাজতে রাখার অপরাধে ৩৬(১) সারণির ১৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ধারায় একটি মামলা (নং-২৪(২)২২ দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান-আটককৃত আসামীকে সোমবার সকালে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।