জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জোহরা বিবি (৫৪) নামের এক নারী আটক হয়েছে। সে উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। রোববার ২১টা ৩৫ ঘটিকায় সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তার বাড়ীর মধ্যে থেকে ৪হাজার টাকা মূল্যের ১১০ গ্রাম গাজা উদ্ধার করে। এঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাসেল কবীর বাদী হয়ে অবৈধ মাদকদ্রব্য গাজা নিজের হেফাজতে রাখার অপরাধে ৩৬(১) সারণির ১৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ধারায় একটি মামলা (নং-২৫(২)২২ দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান-আটককৃত আসামীকে সোমবার সকালে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।