গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট থেকে মিঠু মণ্ডল (৩৬) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার বিকেলে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মিঠু মণ্ডল সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মৃত একরামুল হক বুদুর ছেলে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠু মণ্ডল দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধা করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাদুল্যাপুর থানায় মিঠুর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। সোমবার সকালে মিঠুকে আদালতে পাঠানো হবে।