মোরশেদ মন্ডল, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৬০ বিঘা জমিতে প্রায় ১০ হাজার আম গাছ কাটায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল চারটার দিকে উপজেলার হরিপুর মোড় আম ব্যাবসায়ী ও আমচাষী সমিতির আয়োজনে সমিতির সভাপতি আব্দুল মান্নানের নের্তৃত্বে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন , হরিপুর মোড় আম ব্যাবসায়ী ও আমচাষী সমিতির সাধারন সম্পাদক আব্দুল খালেক, রাসেল খন্দকার সহ আরো অনেকে।
এসময় ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার শাতাধিক জনগন ও ভুক্তভোগীরা।
উল্লেখ্য যে, বুধবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তের দল উপজেলার জামালপুর গ্রামের পশ্চিম-দক্ষিন পার্শ্বে বিশাল মাঠে রোপিত একাধিক ব্যক্তির ৬০বিঘা জমির রোপিত প্রায় ৮হাজার আমগাছ কেটে ফেলে বৃহত ক্ষতি সাধন করেছে। সকালে বাগানের মালিকগণ বাগান এলাকায় গিয়ে গাছকাটার দৃশ্য দেখে অবাক হয়ে যান। এর পর সংবাদ জানা জানি হলে এলাকার শত শত উৎসুক জনতা এক নজর দেখার জন্য ওই বাগান এলাকায় ভিড় জমায়। কে বা কারা এসব গাছ কেটে ফেলেছে এবিষয়ে বাগান মালিকদের সাথে কথা হলে তারা জানান সামনের সিজনে প্রায় সব গাছগুলোতে আম আসত। আমের সিজনের পূর্ব মহুর্তে কে বা কারা এবং কেন তাদের বাগানের গাছগুলি কেটে ফেলেছে তার কোন কারণ আমাদের জানা নেই। তবে কোন বাগান মালিকের সাথে কারো শত্রুতা থাকতে পারে, দুর্বৃত্তরা চতুর হওয়ায় তাদের যেন কেউ সনাক্ত করতে না পারে তাই হয়ত তারা তার শত্রু পক্ষের ক্ষতি করতে গিয়ে নিজেদের বাঁচানোর তাগিতে কৌশল হিসেবে অন্যেরও গাছ কেটে ফেলেছে এমনটাই মনে করছেন তারা। উপজেলার আমচাষীরা ধারণা করছেন কেটেফেলা আমগাছগুলি হতে আগামী আমের মৌসুমে প্রায় ১কোটি টাকার আম কেনা-বেচা হত।
অনুষ্ঠিত ওই মানব বন্ধনে বক্তারা এ ঘটনার সাথে সংশ্লিষ্টদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।