মোকসেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
আমের রাজধানী খ্যাত নওগার সাপাহারে গাছে গছে মুকুল থেকে দানা বাধতে শুরু করেছে আমচাষীদের স্বপ্ন। বাগানের গাছগুলোতে ইতিমধ্যে মুকুল থেকে পুর্ণাঙ্গ আমরূপে দানা বাধতে শুরু করেছে।
চলতি মৌসুমে আম গাছগুলোতে মুকুল থেকে ফুটতে শুরু করেছে আমের গুটি। এখনো পর্যন্ত আবহাওয়া যেভাবে অনুক‚ল রয়েছে ঠিক তেমনি ভাবে অপরিবর্তিত থাকলে গতবছরের তুলনায় আমের বাম্পার ফলনের সম্ভাবনা আশা করছেন আমচাষীরা।
বিভিন্ন আম বাগান ঘুরে দেখা যায়, বাগানের আমগাছ গুলোতে মূকুল থেকে হাল্কা ভাবে আম ফুটতে শুরু করেছে। পর্যাপ্ত পরিমাণ পরিচর্যার ফলে আম ঝরে যাওয়ার তেমন কোন সম্ভাবনা নেই বলে ধারণা করছেন আমচাষীরা। তবে প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এবছরে প্রতি হেক্টরে ১৫ মেট্রিক টন লক্ষমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে এ উপজেলায় প্রায় ৯ হাজার হেক্টর জমিতে আমচাষ হচ্ছে। গত বছর প্রতি হেক্টরে ১৫ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিলো।
আবহাওয়া অনুক‚লে থাকলে গত বছরের ন্যায় এ বছরেও উৎপাদন বৃদ্ধি হতে পারে। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমচাষীদের সর্বপ্রকার সহযোগীতা অব্যহত রয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মজিবুর রহমান।