সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাক,ট্যাংলড়ি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন-২৬৫০ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রওশন জালাল।
অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলী, উপজেলার সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল রশিদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নূর আলম পিংকি , সাপাহার মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আল মামুন চৌধুরী, সুলতান আহম্মেদ সহ উক্ত সংগঠনের ৫ শতাধিক সদস্য।