মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পুর্নভবা নদী হতে নিখোঁজ হওয়া তাহিরুল ইসলাম (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ পাওয়া গেছে।
প্রতিবন্ধী ওই যুবক উপজেলার সীমান্তবর্তী কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় জনগন ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবন্ধী তাহিরুল গত সোমবার সন্ধার দিকে নিখোঁজ হয়। নিখোঁজের পর হতে তার পরিবারের লোজনেরা সম্ভাব্য সকল আত্নীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়। একপর্যায়ে তার নিখোঁজের ৩দিন পর বুধবার বিকেলে পরিবারের লোকজন ও গ্রামবাসী মিলে বাড়ীর সামনে দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীতে খোঁজার জন্য জাল ফেললে সে জালে তার লাশ উঠে আসে।
সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার ও অফিসার ইনচার্জ ওসি তারিকুর রহমান সরকার ঘটনা স্থলে পরিদর্শন করেন ও লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করেন।
এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।