মোরশেদ মন্ডল
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : “এসো দূর করি শীতার্থ মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত।” স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে মা’উন ক্লাবের উদ্যগে কম্বল বিতরণ করা হয়েছে।
ক
বুধবার ও বৃহষ্পতিবার দুই দফায় উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ২০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও বস্ত্রপ্রকৌশলি মু. মুমিনুল হক, ক্লাবের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম শামীম,তিলনা ইউনিয়নের সমন্বয়ক নোমান আলী, সাপাহার ইউনিয়ন সমন্বয়ক মিনহাজুল ইসলাম, তিলনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার এবং পদলপাড়া স.প্র.বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান আলী সহ সকল ইউনিয়ন সদস্য বৃন্দ।