মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা হলরুমে জামুকা’র অনুমোদন ব্যাতীত বে-সামরিক গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও আব্দুল আমিনের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট যাচাই-বাছাই কমিটির মাধ্যমে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা সহ গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন ।