মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা দৈনিক যায়যায়দিন এর ১৬তম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কর্তন , বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে সাপাহার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ তম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কর্তনের মধ্যে দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এসময় পত্রিকার উপজেলা প্রতিনিধি বাবুল আকতারের সভপতিত্বে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ, কালের কণ্ঠ ও করতোয়া প্রতিনিধি তসলিম উদ্দীন, সাপাহার প্রেসক্লাবের আহ্বায়ক গোলাপ খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সাপাহার মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক আবু বক্কার, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম রেজা, পোরশা সরকারী কলেজের প্রভাষক জুলফিকার আলী সম্রাট, প্রবীন সাংবাদিক ইব্রাহিম খলিল, সাপ্তাহিক সাপাহার বার্তার সম্পাক শরীফ তালুকদার প্রমূখ।