মোরশেদ মন্ডল, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাংগা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিজিবি ৩ যুবককে আটক করে পুলিশে সোপদ করেছে।
বিজিবি সুত্রে জানা গেছে, গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার করমুডাংগা সীমান্ত ফাঁড়ি এলাকার ২৩৯/১০আর পিলার (কাড়িয়াপাড়া) গ্রামের পাশ দিয়ে ৩জন যুবক অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কলমুডাংগা বিজিবির একটি টহলদল ওই স্থানে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চালা গ্রামের হরিভোলা রাজবংশীর ছেলে মদন রাজবংশী(৩০) একই গ্রামের মিশুদাসের ছেলে অভিজিৎ (৩০) ও সাপাহার উপজেলার হাপানিয়া বেলডাংগা গ্রামের ইদ্রিস আলীর ছেলে ওয়াসিম আলী(৩৫) কে আটক করে। এসময় তাদের নিকট থেকে ১৪ ভরি ওজনের বেশ কিছু রৌপ্যের গহনা উদ্ধার করা হয়। বিজিবি রোববার সন্ধ্যায় আটক যুবকদের সাপাহার থানায় সোপর্দ সহ অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ চেস্টার দায়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।