, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নওগাঁর সাপাহার উপজেলার মধইল বাজারে “সূর্যমূখী কিন্ডারগার্টেন” র শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার মধইল বাজারে সূর্যমূখী কিন্ডারগার্টেন স্কুলের শুভ উদ্বোধনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার,আইহাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান।প্রমূখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ব্যক্তি সহ কোমলমতি শিক্ষার্থী গন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সাপাহার উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যাবসায়ী মুনির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুনিরুল ইসলামের পরিচালনায় উক্ত সূর্যমূখী কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে।