সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
সাপাহার উপজেলার সৃজনশীল সাংবাদিক সংগঠন “সাপাহার মডেল প্রেসক্লাব” র উদ্যেগে পথচারীদের মাঝে মাস্ক ও ইফতার বিতরণ পরবর্তী সময়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে মডেল প্রেসক্লাবের কার্যালয়ের সামনে গরীব অসহায় পথচারীদের মাঝে মাস্ক ও ইফতার বিতরণ করা হয়। পরবর্তী সময়ে স্বাস্থ্যবিধি মেনে মডেল প্রেসক্লাব কার্যালয়ের সামনে স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যদের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মসজিদের ইমাম সাহেব।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম, সহ সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক রতন মালাকার, দপ্তর সম্পাদক মোর্শেদ মন্ডল, সংগঠনের অন্যতম সদস্য আব্দুল হালিম, সূর্যমূখী কিন্ডারগার্টেনের পরিচালক ও বিশিষ্ট ব্যাবসায়ী মনিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী, খঞ্জনপুর তালকুড়া লতিফিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল হালিম সহ সংগঠনের সদস্য ও গণ্য মান্য ব্যক্তবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *