ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় বিশ্ব শান্তির অগ্রদূত মানবতার বাতিঘর জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার শাহনুর আলম এর আয়োজনে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গাছের চারা রোপণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, দাসিয়ারছড়া শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা জেবের আলী, দাসিয়ার ছড়া আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক নুর আলম, দাসিয়ারছড়া ছাত্রলীগের আহ্বায়ক জাকির সরকার, যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সহ আরো অনেকে।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।