“attachment_19040″ align=”alignnone” width=”300″]
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সারা বিশ্বের মুসলমানের উপর নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে হেফাজত ইসলামের আমীর আহমদ শফি বলেছেন সৃষ্টিকর্তার নিকট দোয়া করি বিশ্বের সকল মুসলমানের উপর শান্তি বর্ষিত হোক।
তিনি সোমবার দুপুরে কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে ইসলামী মহা সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের একথা বলেন।
পরে তিনি কলেজ মাঠের সম্মেলনে মুসল্লীদের উদ্দেশ্যে বলেন কাফেরদের যারা ক্ষমা করবেন তারাও কাফের। এসময় তিনি সারা বিশ্বের মুসলমানের জন্য আল্লাহর নিকট দোওয়া প্রার্থনা করেন।
এর আগে আহমদ শফি হেলিকপ্টার যোগে ঢাকা থেকে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আসেন।
হেফাজত ইসলামের নেতার কুড়িগ্রামে এই প্রথম আগমনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আলেম ওলামাসহ লক্ষাধিক মুসল্লী সম্মেলনে অংশ নেয়।
সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত মহা সম্মেলনে অন্যান্যের মধ্যে নুরুল ইসলাম ওলিপুরী, নুরুল ইসলাম জিহাদীসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী জানান।