স্টাফ রিপোর্টার:

রাজধানীর সিদ্দিকবাজারের ভয়াবহ বিস্ফোরণর ঘটনা নাশকতা নাকি দূর্ঘটনা খতিয়ে দেখতে হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দিতে দিন।

আজ ৯ মার্চ ব্যস্ততম গুলিস্তান সিদ্দিকবাজারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র (এনএসবি পার্টি) মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।

তিনি আরো বলেন- নিহতদের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদেরকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তাদের চিকিৎসাব্যয় আজীবনের জন্য ফ্রী করে দিতে হবে। ঢাকাসহ সারাদেশের ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করে সতর্কতা জারি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *