মোঃ হাসান আলী( সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
যমুনা নদীতে অভিযান চালিয়ে তিনটি বালুবাহী বাল্কহেড জব্দ করেছে সিরাজগঞ্জ সদর নৌ থানা পুলিশ। তবে এসব বাল্কহেডে থাকা কাউকে আটক হয়নি।
শনিবার (৫ আগস্ট) ভোরে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে অভিযান চালিয়ে বাল্কহেড গুলো জব্দ করা হয়। এরপর যমুনা নদীর পুরাতন জেলখানা ঘাটে সেগুলো নোঙর করে রাখা হয়। জব্দকৃত তিনটি বাল্কহেড মাদারিপুরের শীবচর এলাকার বলে জানা গেছে।
আটক কৃত বাল্কহেড গুলোঃ আল্লাহ সর্বশক্তিমান ১, আল্লাহ সর্বশক্তিমান ২, বেপারী বিসমিল্লাহ।
সিরাজগঞ্জ সদর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হক জানান,রেজিস্ট্রেশন বিহীন, ওভার লোড, অতিরিক্ত গতি, সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ায় তিনটি বালুবাহী অবৈধ বাল্কহেড জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে এ বাল্কহেড গুলোর কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
এসময় সদর নৌ থানার এস আই শহিদুল ইসলাম সহ পুলিশ সদস্য গণ উপস্থিত ছিলেন।