জাহাঙ্গীর আলম চৌধুরীঃ
সিলেট-সুনামগঞ্জ সড়কে একদিনে পৃথক তিনটি সড়কে দূর্ঘটনা ঘটেছে। পৃথক দূর্ঘটনায় ৪৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর আহত ৮জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে সুনামগঞ্জ সদর ও কৈতক হাসপাতালে।

সড়কের বদিরগাঁস্থ জয়কলস হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ও রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক থানাধীন ২০ কিলোমিটারের মধ্যে তিনটি স্থানে পৃথক দূর্ঘটনা ঘটেছে। পৃথক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী, প্রাইভেটকার চালক ও যাত্রী এবং ঢাকাগামী বাসের যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। দূর্ঘটনায় কবলিত প্রাইভেটকার, যাত্রীবাহীবাস জব্দ করা হয়েছে। কিন্তু দূর্ঘটনার সাথে সাথে চালক-হ্যালপাররা পালিয়ে গেছে।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশের এএসআই নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সড়কের বুড়াইরগাঁও এলাকায় সিলেটগামী একটি প্রাইভেট কার (নং-চট্র মেট্রো-গ-১১-০৯৮৯)”র
সাথে বিপরীতগামী নম্বরবিহীন মোটর সাইকেলের দূর্ঘটনা ঘটে। এসময় মোটর সাইকেলের আরোহী জালাল ও রিয়ান নামের দুইজন ছিঁটকে সড়কের পাশে পড়ে আহত হলে স্থানীয়রা তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের বাড়ি ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের খাগামুড়া গ্রামের বলে জানা গেছে।

এর কিছু সময় পর সড়কের জাউয়াবাজার সংলগ্ন এলাকায় চলন্ত অবস্থায় প্রাইভেট বকশি (নং-ঢাকা মেট্রো-চ-১১-৬৯৩৭) গাড়ির একটি চাকা হঠাৎ ফুঁটে যায়। এসময় সড়কে টমটম (ব্যটারী চালিত রিকশা) নিয়ে থাকা চালক জাকারিয়া আহত হয়। তাকেও ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

রাত ৯টার দিকে সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আজাদী নামের যাত্রীবাহী বাস (নং-ঢাকা মেট্রো-গ-১১-৫৭৫৭) সড়কের খাড়াই ব্রিজ এলাকায় পৌঁছা মাত্র সুনামগঞ্জগামী প্রাইভেট কার (নং-চট্র মেট্রো-গ-১১-০৩২৬)’ র সাথে দূর্ঘটনা ঘটে। বাস সড়কের পাশে আর দূর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

এতে বাসের প্রায় ৪০জন যাত্রীসহ প্রাইভেট কারের চালকও আহত হয়েছেন। ছাতকের কৈতক হাসপাতালের আরএমও ডাক্তার মোজাহারুল ইসলাম জানান, খাড়াই এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের দূর্ঘটনায় আহত ২১জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৫জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন