photo-15-01-2017

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
সীমান্ত সুরক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানালেন রবিবার বেলা ৩টার দিকে গিলাবাড়ী বিজিবি ক্যাম্প গেট সংলগ্ন এলাকার অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসান মোরশেদ। ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি লে.কর্ণেল হাসান মোরশেদ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট অফিসার ইনচার্জ মহসীন আলী, ভোলাহাট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জেকে পোল্লাডাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আলী নেওয়াজ, চাঁনশিকারী বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার বেলায়েত হোসেন, চরধরমপুর ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার আব্দুল আওয়াল, গিলাবাড়ী ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার রফিক, চামুশা ক্যাম্প ইনচার্জ সিরাজ ও ভোলাহাট স্পেশাল ক্যাম্প ইনচার্জ আব্দুর রহমান। স্থানীয় বিজিবি প্রকৃত শীতার্থদের খুঁজে বের করে স্বচ্ছতার মাধ্যমে উপজেলার দুটি কোম্পানীর আওতায় মোট ৩শত ৩০টি শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে সীমান্তে বসবাসকারী অসহায় দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরুপালন, মধূ চাষ, নার্সারি তৈরী করার পরামর্শ দেন। সেই সাথে সহজ উপায়ে অল্প সুদে সীমান্ত ব্যাংকসহ অন্যান্য ব্যাংক থেকে ঋণ সুবিধা প্রদানের আশ্বাস দেন উপস্থিত সীমান্তবাসিদের। তিনি আরো বলেন মানুষের কর্মসংস্থান হলে সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন ধরণের অপরাধ কমে আসবে। ফলে সীমান্তের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *