নিজস্ব প্রতিবেদকঃ শেখ মোঃ সাইফুল ইসলাম।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ধার নেয়া টাকা দিতে না পাড়ায় দীর্ঘদিন তিন মাস আটক রেখে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রত্যন্ত এক গ্রামে ঘটনাটি ঘটে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় ভুক্তভোগী মামলা দায়েরের পর অভিযুক্ত আনারুল ইসলামকে (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী জানান, একই গ্রামের আনারুল তাঁর স্বামীর ঘনিষ্ট বন্ধু,আনারুল তাঁর স্বামীকে প্রায়ই জুয়ার আসরে নিয়ে গিয়ে টাকা ধার দিতেন।
এক পর্যায়ে ধারের পরিমাণ বেড়ে গেলে তাঁর স্বামী, আনারুলের টাকা পরিশোধ করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যায়।
পরে আনারুল টাকার জন্য বাড়িতে যাতায়াত করতে থাকে।
মাস তিনেক আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাত ১১টার দিকে আনারুল তার ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ করে।
পরবর্তীতে ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তিন মাস ধরে প্রায়ই একইভাবে তাঁর বাড়িতে গিয়ে, আনারুল ধর্ষণ করে ।
এর মধ্যে একদিন ভুক্তভোগীর স্বামী মমিনুল বাড়ি ফিরলে, আনারুল, মমিনুল-কে ধরে নিয়ে যায়। একপর্যায়ে কৌশলে জমি বন্ধক রাখার কথা বলে আনারুল রেস্ট্রি অফিসে মমিনুল-কে নিয়ে যায়।
সেখানে মমিনুলের কাছ থেকে সাড়ে সাত শতাংশ জমিও দলিল করে নেয় আনারুল।
এক পর্যায়ে ভুক্তভোগীর ঘরে তালা লাগিয়ে বাড়ি দখল করেন আনারুল।
পরে এ ঘটনায় নিকটস্থ ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করতে গেলে পুরো ঘটনা ফাঁস হয়ে যায়।
গত শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আনারুলকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ওই রাতেই পুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের একটি বাজার থেকে তাকে গ্রেফতার করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আনারুল-কে জেলা কারাগারে পাঠানো হয়েছে, তবে মামলার তদন্ত চলছে।