শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চার নং বেলকা ইউনিয়নে মাটির চাপা-পড়ে তিন শিশু নিহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামের শফিকুল ইসলামের শিশু পুত্র হযরত (৭) ও একই গ্রামের মাসুদ মিয়ার শিশু পুত্র আবির (৫) শফিকুল ইসলামের দুলাভাই সম্পর্ক মাসুদ মিয়ার শিশু পুত্র রিফাত (৩) বাড়ির পার্শ্বে দোবা জায়গায় খেলতে গেলে উপর থেকে মাটি ধষে পড়ে ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় বেলকা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে কথা হলে তিনি জানান, শিশু তিনজন খেলার জন্য বাড়ির পার্শ্বে এক গর্তে খেলাধুলার সময় গর্তের উপরি এক অংশ ধষেপড়ে শিশুদের উপরে, তারা মাটির চাপায় ঘটনা স্থলেই মৃত্যুবরণ করে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের সঙ্গে কথা হলে, তিনি জানান, এ ঘটনাটি একটি দূর্ঘটনা, মৃত তিন শিশু-কে দাফন করার জন্য তাদের পরিবারে হস্তান্তর করা হচ্ছে বলে জানান তিনি।