ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ

সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গরবে রোভার’ এই স্লোগানকে নিয়ে জয়পুরহাটে সুবর্ণ জয়ন্তী রোভার ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৭জানুয়ারি আজ সকাল ৯ টায় বাংলাদেশ স্কাউট জেলা রোভারের আয়োজনে ডে ক্যাম্প উদ্বোধন শেষে র্যালী অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন জেলা রোভারের কমিশনার অধ্যাপক আঃ মজিদ। বিকেলে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার আঃ মজিদ এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জয়পুরহাট সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মিজানুর রহমান, জেলা রোভারের সম্পাদক মাহবুব মোর্শেদ আলম লেবু, সহকারি কমিশনার আব্দুল আলীম, আমিনুল ইসলাম মানিক, কোষাধ্যক্ষ আজিজার রহমান আজিজ, জয়পুরহাট সরকারি কলেজের রোভার সম্পাদক মোশারফ হোসেন, জেলা রোভারের যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান মুন্না, সিনিয়র রোভার মেট সালেহুর রহমান সজিব প্রমুখ। ক্যাম্পে রোভার স্কাউটের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা, ঢাকায় সুবর্ণ জয়ন্তী জাতীয় রোভার মুটে অংশ গ্রহনসহ রোভার স্কাউটের নানাবিধ কর্মকান্ড তুলে ধরা হয় এবং শেষে সনদ বিতরন করা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *