নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় বাজার এলাকায় ধান বোঝাই একটি ট্রাক উল্টে পুকুরে পড়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত সাড়ে ১১টা দিকে। সোমবার সকালে পুকুরের পানিতে তলিয়ে যাওয়া ধানের বস্তা উদ্ধার করতে দেখা যায় ব্যবসায়ীর লোকজনকে।

স্থানীয়রা জানান, বল্লভের খাষ ইউনিয়নের গাবতলা বাজার থেকে ৪শ৫০ মণ ধান নিয়ে ঢাকা মেট্রো ২০- নম্বরের ট্রাকটি সুবলপাড় বাজার মোড় ঘুরতে নিয়ন্ত্রণ হাড়িয়ে উল্টে পাশের পুকুরে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা চালক ও হেলপাড় ট্রাক ফেলে রেখে সটকে পড়ে। ট্রাকটির চালক সুজন মহন্ত  মোবাইল ফোনে জানান, মোড়টিতে ট্রাক ঘুড়াতে গিয়ে সড়কের কিনারায় চলে যায়। এতে সড়কের পাড় ভেঙ্গে ট্রাকটি পুকুরে পড়ে যায়। তিনি আরো জানান, তিনি কিছুটা আহত হয়েছেন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে কুড়িগ্রামের বাড়িতে অবস্থান করছেন।

ধানের মালিক ব্যবসায়ী মাহাবুর রহমান জানান, ট্রাকটিতি ২৪০টি বস্তায় ৪শ৫০মণ ধান নিয়ে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার পথে এ দূর্ঘনার শিকার হয়। ট্রাকে থাকার ধানের মূল্যমান প্রায় ৫লাখ টাকা। পানিতে ডুবে যাওয়া ধানের বস্তাগুলো তোলার চেষ্টা করা হচ্ছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। তবে এখানে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন