নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
জেন্ডার রেসপন্সিভ স্কুল এন্ড কমিউনিটি সেফটি ইনিসিয়েটিভ প্রকল্পের আওতায় স্কুল ও স্কুলের ক্যাচমেন এলাকার নারী – পুরুষকে দূর্যোগ সহনশীল ও সচেতন করতে নাগেশ্বরীর সুবলপাড় বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর নিয়ে ছয়টি বিভাগে শিশু দল গঠন করা হয়। দলগুলো হলো আগাম সতর্ক  ও সচেতনকারী দল, উদ্ধার ও অনুসন্ধান দল, স্থানান্তর দল, প্রাথমিক চিকিৎসা দল, শিশু সুরক্ষা এবং মনোসামাজিক দল। এসময় উপস্থিত ছিলেন ইএসডিও এর মাঠ কর্মকর্তা লাইলি খাতুন, রেহেনা বেগম, প্রধান শিক্ষক আব্দুস শফিক সরকার, সহকারী শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
প্রকল্পটি বেসরকারী প্রতিষ্ঠান প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অথার্য়নে ইএসডিও বাস্তবায়ন করছে।
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন