মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি:
পরিচালক চন্দন চৌধুরীর ‘২৪.৩ এর রাত’ সিনেমা ঘিরে দর্শকের কাছে এক ধরনের প্রত্যাশা ছিলো- অবশেষে সেই প্রত্যাশার প্রাপ্তি ঘটলো । বিনোদনের সব উপকরণ ছবিটিতে আছে। দর্শকের পয়সা উসুল হবে।-” সেন্সর সনদ প্রদানের সময় এমনটাই জানিয়েছে বোর্ড। অবশেষে সেন্সর পেল ‘২৪.৩ এর রাত’ । এটি প্রযোজনা করেছেন মো: শান্ত খান ।
১৯ মার্চ শনিবার সেন্সর সার্টিফিকেট প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নায়ক সাঞ্জু জন। সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে সাঞ্জু জন ও শিরিন শিলাকে।