নিজস্ব প্রতিবেদক :
অনেক আশা, আকাঙ্খা আর শ্রমের মর্যাদার মুল্যায়নের প্রাপ্তি পেয়েছেন সাংবাদিক এইচ.এম ইমরান।
নাগরিক সেবায় খুলনা বিভাগে সিটিজেন জার্নালিজম এ্যাওয়ার্ডে তিনি ভূষিত হন। তিনি ৭১ নিউজ টিভির ঝিনাইদহ প্রতিনিধি ও দৈনিক সকালের খবরসহ এশিয়ান বাংলা নিউজ পত্রিকায় কর্মরত আছেন।
শুক্রবার সকালে খুলনায় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।
বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মেছবাউল আলম, সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম, জেলা ও মাঠ প্রশাসন, অনু বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী, খুলনা রেঞ্জ ডিআইজি মনিরুজ্জামান।
অনুষ্ঠানে খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ সরকারী কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *