বিশেষ প্রতিনিধিঃ
সোনাহাট প্রাচীন শ্যামা কালীমন্দিরে অমাবস্যা তিথিতে ২ দিন ব্যাপী ব্যাপক কর্মসুচি গ্রহন
উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি মৌজার প্রাচীন সোনাহাট বন্দরের প্রায় ২শতাধিক বছরের প্রাচীন কালীমন্দিরটিতে দীর্ঘদিন থেকে প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে নিয়মিত পুজার্চনা চলে আসছে। মন্দির ব্যবস্থাপনা কমিটি ও হিন্দু সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতার অভাবে মন্দিরটির আদি জৌলুস হারিয়ে গেলেও মন্দিরটির তত্বাবধায়ক শ্রী সুবল চন্দ্র মন্ডল মন্দিরটির পুজার্চনা প্রথা আজও টিকিয়ে রেখেছেন। সারাবিশ্বে যেখানে ধর্মে ধর্মে চলছে হানাহানি দাঙ্গা ফ্যাসাদ সেই মুহুর্তে সাম্প্রদায়িকতামুক্ত একটি মানব সমাজ গঠনে এগিয়ে আসে এলাকার কিছু মানব যারা ধর্মকে নিয়ে রাজনীতি থেকে মুক্ত একটি অসাম্প্রদায়িক মানব সমাজ ও মানবতার কল্যাণে নিবেদীত প্রান এরই ধারাবাহিকতায় সোনাহাট প্রাচীন কালি মন্দিরটি যেন সেই আগের জৌলুস আর প্রান ফিরে পায় এরই লক্ষ্যে কাজ করছে সোনাহাট প্রাচীন শ্যামা কালি মন্দির উন্নয়ন সংস্থা নামের একটি সদ্য প্রতিষ্ঠিত সংগঠন। সংগঠনে রয়েছে হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের প্রায় অর্ধশতাধিক মানবতার কল্যানে নিবেদীত প্রান ব্যক্তি সম্পন্ন মানুষ। উক্ত সংগঠনের উপদেষ্ঠা হিসাবে দায়িত্ব রত আছেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্ব পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল হাই মাষ্টার। সংগঠনের ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক মন্ডল জানান, সোনাহাট প্রাচীন শ্যামা কালিমন্দিরে বৃটিশ আমলেরও পুর্ব থেকে পুজার্চনা ও প্রাচীন সাংস্কৃতিতে বিখ্যাত ছিল,দেশ বিভাগের পর এই মন্দিরটি তার আগের জৌলুস ও ঐতিহ্য হারিয়ে বিলিনের পথে কিন্তু বর্তমান আওয়ামী সরকারের আমলে দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দর চালু হওয়ায় আমরাই প্রথম বিশ্বে একটি মানবতার কল্যানে কাজ করতে সোনাহট প্রাচীন শ্যামা কালি মন্দিরটির ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ শুরু করেছি। এরই ধারাবাহিকতায় সোনাহাট প্রাচীন শ্যামা কালিমন্দিরের জৌলুস ও আগের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলে একটি অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনে এবারই মন্দিরটিতে ২ দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়েছে। আগামী ১৯ শে অক্টোবর বিশ্ব মানবতার কল্যাণে শ্যামা মায়ের পুজা ও মায়ের চরনে আরতী এবং ২০ শে অক্টোবর সারারত ব্যাপী শ্যামা সঙ্গীতের আয়োজন করা হয়েছে। বিশ্বে যেখানে ধর্মীয় দাঙ্গায় অস্থিরতায় সারা বিশ্ব সভ্যতা ধ্বংসের মুখে সেখানে আমরা সারা বিশ্বে একটি অসাম্প্রদায়িক শান্তিময় বিশ্ব গড়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ধর্মীয় ভেদাভেদ ভুলে মানবতার কল্যানে আমরা বিশ্বকে জয় করতে চাই। আমাদের মুল মন্ত্র হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।