ষ্টাফ রিপোর্টারঃ
সোনাহাট ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের আমিনুল ইসলাম মন্ডলকে সভাপতি ও রঞ্জু মিঞাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
গত ৪ জানুয়ারী সোনাহাট উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সোনাহাট ইউনিয়ন কমিটি গঠন কল্পে জরুরী সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অসীম কুমার সরকার,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান,ভুরুঙ্গামারী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ব্যাপারী উপস্থিত থেকে সোনাহাট ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ কমিটির আমিনুল ইসলাম মন্ডলকে সভাপতি ও রঞ্জু মিঞাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন। উল্লেখ্য সভাপতি পদে আমিনুর ইসলাম মন্ডল,ইউসুফ আলী ও আছর উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে রঞ্জু মিঞা,আমিনুল ইসলাম ও সানোয়ার হোসেন প্রতিদ্বন্দিতা করেছেন।