স্টাফ রিপোর্টার
ঈদের চতুর্থ দিনে সোনারহাট স্থলবন্দর দেখতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল তাইজুল ইসলাম নামের এক যুবক।
জানাগেছে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রামকৃষ্ণ পুর গ্রামের মনজু মিয়ার পুত্র তাইজুল ইসলাম ও তার বন্ধু সবুজ ইসলাম মোটর সাইকেল যোগে রবিবার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দেখতে আসে। স্থলবন্দরে ঘোরাঘুরি করে দুপুর ৩ টার সময় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাইজুল ইসলাম মোটর চালিয়ে বাড়ি ফেরার পথে জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারীভাতি ঘন আমবাড়ী (ওসমান কসাইয়ের বাড়ি সংলগ্ন)নামক স্থানে ট্রাকের সাথে ধাক্কা লেগে তাইজুল ইসলাম মারাত্মকভাবে আহত হলে দ্রুত তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল ইসলামের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন।সোনাহাট স্থলবন্দর দেখে রাস্তায় সড়ক দুর্ঘটনায় তাইজুল ইসলাম মৃত্যু বরন করায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।