স্টাফ রিপোর্টারঃ
ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর লোড আনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে দুই গ্রুপের দ্বন্দের কারণে সোনাহাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার সোনাহাট স্থলবন্দর লোড আনলোড শ্রমিক ইউনিয়নের কমিটির মেয়াদ গত ২৭ এপ্রিল/২০১৮ ইং তারিখে উত্তীর্ণ হওয়ায় সাধারণ সভায় ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেয়। উক্ত কমিটি নির্ধারিত সময়ে কমিটি করতে ব্যর্থ হলে সর্বশেষ ৩ আগষ্ট/২০১৮ হাবিবুর রহমান মন্ডলকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি করে আবারও ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি করে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এদিকে উক্ত নির্বাচন পরিচালনা কমিটি ভোটার তালিকা প্রনয়নের জন্য সদস্যদের কার্ড নবায়ন করতে জমা নিয়ে মোট ৮৮৬ জন সদস্যের মধ্যে ২০০ জন এবং ৩৮৯ জন সদস্যের কার্ড বাতিল করে ঐ কার্ড নম্বর দিয়ে নতুন সদস্য করে ভোটার তালিকা প্রকাশ করায় সমিতির সদস্যরা ভোটার তালিকা সংশোধন করে কমিটি গঠনের দাবী জানালেও তারা সদস্যদের দাবী তোয়াক্কা না করেই ৩০ আগষ্ট/২০১৮ তারিখে ২১ সেপ্টেম্বর ভোট গ্রহনের ঘোষনা করে। পরে মেয়াদ উত্তীর্ন কমিটির সভাপতি মোঃ তফিজ উদ্দিন নির্বাচনী তফশীল স্থগিত চেয়ে রংপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে আবেদন করলে শ্রম অধিদপ্তর ৫ সেপ্টেম্বর ঐ তারিখের ঘোষিত তফশীল স্থগিত করার নির্দেশ দেয়। এদিকে শ্রম অধিদপ্তরের নির্দেশকে অমান্য করে নির্বাচন পরিচালনা কমিটি গতকাল শুক্রবার সোনাহাট ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন কালে উভয় পক্ষের দ্বন্দ শুরু হলে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করে অতিরিক্তি পুলিশ মোতায়েন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,উভয় পক্ষের সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *