বিশেষ প্রতিনিধি
দীর্ঘদিন কমিটি বিহীন থাকার কারনে সৃষ্টি হচ্ছে না নেতৃত্ব।পদবিহীন যারা মাঠে কাজ করছেন বয়সের সীমাবদ্ধতায় তারা অনেকে সংগঠন ছেড়ে দিচ্ছেন । কমিটি হচ্ছে, কমিটি হবে এই আশায় প্রায় ৬ বছর কেটে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের।সর্বশেষ কমিটি গঠনের জন্য ১৩ মার্চ সিলেট রিকাবাীবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে কর্মী সভার আয়োজন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এর আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলেন সিলেট মহানগর ছাত্রলীগের অন্যতম নেতা,বিগত কমিটিতে সভাপতি প্রার্থী রাজেশ সরকার। তার এই স্ট্যাটাসে হতাশ হয়েছেন অনেকে।নিচে তার এই আবেগপ্রবণ স্ট্যাটাসটি হুবহু দেওয়া হলোঃ
পৃথিবীতে কেহ কারো জন্য জায়গা ছেড়ে দেয় না।
রাজনীতিতে সেটা আরও বেশি কার্যকর।
কিন্তু আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছাত্রলীগে আমার স্থান স্বেচ্ছায় ছেড়ে দিলাম।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক শুভ কামনা রইলো।
ভালো থেকো আমার রক্তের বন্ধন, আত্মার আত্মীয় বাংলাদেশ ছাত্রলীগ।
তোমার জন্য আমার ভালোবাসা থাকবে আজীবন।
তার স্ট্যাটাসে একজন কমেন্ট করেছেন, ছাত্রলীগের নতুন কমিটি দিবে আপনি না আইলে কি চলবে, অনেক কিছু দিয়েছেন এবার কিছু পাবেন না সেটা কি হয়..??
সাহাব উদ্দিন সামসু নামের একজন কমেন্ট করেছেন,স্বার্থপর রাজনীতিতে এই কামডা হইলো দাদা?
সিলেটের মধ্যে ছাত্রলীগের রাজনীতিতে মাঠে বেশ পরিচিতি রয়েছে এই নেতার।