রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে স্থাণীয়ভাবে উদ্ভাসিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ১৫ই জানুয়ারী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে ৩০১ সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আইনুল হক মাষ্টার, উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, ভাইস চেয়ারম্যানদ্বয় মিজানুর রহমান ও মাহফুজা বেগম পুতুল, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, প্রোগামার সাখাওয়াত হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডঃ মোঃ সেলিম খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্পি গবেষনা পরিষদ, প্রযুক্তি উপস্থাপনা করেন ডঃ লিটন মুন্সি, অনন্য খাদ্য স্পুরিলিনা বিষয়ে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, নিম ও অন্যান্য ঔষধী উদ্ভিদের গুনাগুন বর্ননা ও টিসু ক্যালচারের মাধ্যমে আলু চাষ, উন্নত চুলা ও বায়ুগ্যাস প্রযুক্তি নিয়ে ডঃ মোঃ সেলিম খান(পিএসও), অংকৃত শিশু খাদ্য নিয়ে ডঃ মাহবুবুর রহমান (এসএসও), দির্ঘস্থায়ী টি ট্রেড বাচ্চার উপর এস ও মোঃ সাগিরুল ইসলাম