স্টাফ রিপোর্টারঃ স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থা’র সভাপতি ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানবাধিকার নেত্রী স্বপ্না খন্দকারের উদ্যোগে ২২-০১-২০২২ রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে তিন শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি স্বপ্না খন্দকার-এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক ও সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ।
সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
আমন্ত্রিত অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসান ও ময়মনসিংহ জেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রানা।
স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য বলেন, একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক ও সমাজকর্মী স্বপ্না খন্দকার স্নপ্নীল সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন মানবিক উদ্যোগে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে এবং আমরা প্রত্যাশা করি আগামীদিনগুলোতেও যে কোন মানবিক কাজে তার সংস্থা সক্রিয় ও অগ্রগামী ভূমিকা রাখবে।

স্বপ্নীল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি স্বপ্না খন্দকার বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই সরকারের সহায়তা ও স্বপ্নীল সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে আমরা এই শীতকালীন সময়ে প্রায় ৫ শতাধিক শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি এবং ভবিষ্যতেও যে কোন মানবিক সহায়তায় আমি ও আমাদের সংগঠন সাধারণ মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন