এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দিনাজপুরের খানসামা থানা পুলিশের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মে) খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি হয়।
প্রীতি ক্রিকেট ম্যাচে খানসামা থানা পুলিশ একাদশ ২০ রানে জয়পুরহাট একাদশকে পরাজিত করে। খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়েছেন এস আই মোতাহারুল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস হোসেন, ওসি শেখ কামাল হোসেন ও পুলিশ সদস্যবৃন্দ এবং সুধী সমাজ।
ওসি শেখ কামাল হোসেন বলেন, আসুন সবাই খেলাধুলা এবং গঠনমূলক কাজের মাধ্যমে মাদক,জুয়া ও অপরাধ মুক্ত সমাজ গঠনে অংশীদার হয়ে কাজ করি।