এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) উপজেলার আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্ , ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন এর সভাপতিত্বে স্ব স্ব পরিষদের আয়োজনে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ চলাকালীন জীবন বাজি রেখে যুদ্ধ করা নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন স্ব- স্ব ইউনিয়ন পরিষদের বীরমুক্তিযোদ্ধারা। এছাড়াও আরো বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তি, শিক্ষক, ইউপি সদস্য-সদস্যা, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মী।
পরে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।