মো: নাজমুল হুদা মানিক ॥
মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে ময়মনসিংহ নগরীর পাটগুদাম উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে ১০ মার্চ সকাল ১১টায় নির্বাচিত কবিতা, সংগীত, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা স্মৃতিচারন অনুষ্ঠিত হয়। পাটগুদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো: মাহবুবুল আলম তরফদার শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নারায়ন চন্দ্র দাস। বিদ্যালয়ের শারীরিক শিক্ষক জিনাত সুলতানা এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্বা আব্দুর রব, পাটগুদাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট রেজাউল করিম খান দুলাল, পাটগুদাম বাইতুস ছুদুত জামে মসজিদের সাধারণ সম্পাদক ও সাবেক ব্যা:ক কর্মকর্তা কবি আলহাজ্ব মো: আবু রায়হান, পাটগুদাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো: শাহজাহান, দৈনিক গণকন্ঠ পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি সাংবাদিক মো নাজমুল হুদা মানিক প্রমুখ। পরে মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে নির্বাচিত কবিতা, সংগীত, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।