কবি – আমান উদ্দিন
দূর প্রবাসে বসত করি
জন্ম বাংলাদেশে,
জীবন যেন কাটাতে পারি
দেশকে ভালোবেসে।
জন্মভুমির স্মৃতিকথা
সদায় মনে পড়ে,
শৈশবের দিনগুলির ইতিকথা
ভুলবো কেমন করে।
অনেক বছর পর যখন বেড়াতে
বাংলাদেশ যাই,
হারিয়ে যাওয়া সোনালী অতীত
সেথায় খুঁজে পাই।
হৃদয় হয় প্রফুল্লিত দেখে জন্মভূমির
স্মৃতিজড়িত রূপ,
ভুলে যাই কষ্টবহ প্রবাস জীবনের
গ্লানি ভরা দুখ।
পৃথিবীর মাঝে সেরা লাগে আমার
প্রাণের মাতৃভূমি,
যেথায় জন্ম নিয়ে দুনিয়া জুড়ে
গর্ববোধ করি আমি।
স্বজনরা আমার কৈশোরের স্মৃতিচারণ
যখন করেন রোমন্থন,
আবেগ ও আনন্দে উদ্ভাসিত হয় আমার
দেহ তনু মন।
অতীতের অনেক স্মৃতিমাখা অধ্যায়
চোখের সামনে খুঁজে পাই,
এখনো যেন জীবন্ত কালের সাক্ষী হয়ে
আলোকিত রয়েছে তাই।
স্মৃতিজড়িত জন্মভূমিকে ভালোবেসে
হয় যেন চিরায়ত মরণ,
মহান সৃষ্টিকর্তার প্রতি করে রাখলাম
গোলাম বান্দার আকুল আবেদন।।