মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
কিছুদিন আগে ফটোশ্যুটে যাওয়ার সময় ফটোগ্রাফার রাকেশ রাকিব এর সাথে বাইক যোগে যাওয়ার সময় তেলবাহী গাড়ির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন মডেল নীহারিকা ও রাকেশ রাকিব ৷ সে সাথে বেশ জখম হয় মডেল নীহারিকা এর৷ পায়ের হাটুর নিচে অনেকটা গর্ত হয়ে যায়।
২০টা সেলাই লাগে এবং পায়ের কনুই ফ্লাক্সার হয়।এছাড়া নাক ফেটে গেছে এবং একটি দাতঁ ভেঙ্গে গেছে। যার ফলে মডেল নীহারিকা মারাত্মক ভাবে আঘাত পান৷ ডাক্তারের পরামর্শে আপাদত বেডেই কাটাতে হচ্ছে বলে জানান৷
অনেকখানী কেটে যাওয়ায় হাটতে পারছেন না তিনি৷ কোনো রকম প্রাণে বেঁচে গেলেও পায়ের মারাত্মক আঘাতে যন্ত্রনায় ছটফট করছেন বিছানায়৷ তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।